বরাবর,
জেলা ট্রেইনিং কো-অর্ডিনেটর,
জেলা শিক্ষা অফিস, মানিকগঞ্জ।
বিষয়ঃ জাতীয় শিক্ষাক্রম বিস্তরন বিষয়ক প্রশিক্ষণে (উপজেলা পর্যায়ের মাষ্টার ট্রেইনার তৈরির প্রশিক্ষণ) প্রশিক্ষণার্থী প্রেরণ প্রসঙ্গে ।
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে নিম্নোক্ত শিক্ষককে আগামী ২৬ ডিসেম্বর, ২০২২ খ্রি. হতে ৩১ ডিসেম্বর, ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত মোট ০৬ (ছয়) দিন জাতীয় শিক্ষাক্রম বিস্তরন বিষয়ক প্রশিক্ষণ গ্রহণের জন্য অনুমতি প্রদানসহ বিদ্যালয় হতে অবমুক্ত করা হলো। উল্লেখ্য যে, নিম্নে উল্লেখিত শিক্ষক উক্ত প্রশিক্ষণের জন্য জাতীয় শিক্ষাক্রম রূপরেখা- ২০২১ অনলাইন প্রশিক্ষণ ও (বিষয়ঃ ইংরেজি) জাতীয় শিক্ষাক্রম রূপরেখা- ২০২১ বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ দুটি গ্রহণ করেছেন।
অতএব, জনাবের নিকট আবেদন এই যে, উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।